Redmi Note 12 4G: ভারতে আসছে রেডমি নোট ১২, কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে?

Redmi Note 12 Series: রেডমি নোট ১২ ৪জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।

Continues below advertisement

Redmi Note 12 4G: রেডমি নোট ১২ সিরিজের (Redmi Note 12 Series) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এমাসের শেষেই সম্ভবত ৩০ মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১২। অন্যদিকে রেডমি নোট ১২ সিরিজের ফোন রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি, রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি, রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি নোট ১২এস গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ২৩ মার্চ। এছাড়াও ২৮ মার্চ চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ টার্বো ফোন। শাওমি সংস্থার ট্যুইট থেকে জানা গিয়েছে রেডমি নোট ১২ ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে চলেছে ৩০ মার্চ। এই ফোনের কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে, রেডমির এই ফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও রেডমি নোট ১২ ৪জি ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর থাকতে পারে। ভার্চুয়াল র‍্যামের ফিচার সমেত এই ফোনে ১১ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। 

Continues below advertisement

ক্যামেরা ফিচার- রেডমি নোট ১২ ৪জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। আর কোনও ফিচার এখনও জানা যায়নি। 

ব্যাটারি এবং চার্জিং- রেডমির আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি, ব্লুটুথ ৫.০- এর সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট সোনালি রঙে লঞ্চের কথা রয়েছে। 

নতুন ভ্যারিয়েন্টে ভারতে হাজির মোটো জি৩২ ফোন

গতবছর ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ (Moto G32) ফোন। ২০২২ সালের অগস্ট মাসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ ফোন। এবার নতুন একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। নতুন করে মোটো জি৩২ ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে। মোটো জি৩২ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এর আগে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১০,৪৯৯ টাকায়। Satin Silver এবং Mineral Grey- এই দুই রঙে পাওয়া যাবে মোটো জি৩২ ফোনের নতুন ভ্যারিয়েন্ট। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে গ্রুপে নতুন ফিচার, অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা, বজায় থাকবে নিরাপত্তাও

Continues below advertisement
Sponsored Links by Taboola