Whatsapp Group Features: বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ (Whatsapp)। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপে দুটো নতুন আপডেট যুক্ত হয়েছে। মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপা গ্রুপে দুটো নতুন আপডেট যুক্ত হয়েছে। তার ফলে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও বেশি ক্ষমতা আসতে চলেছে। মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাইভেসি বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসতে চলেছে এই নতুন আপডেটের মাধ্যমে। 


গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ফিচার অর্থাৎ আপডেট যুক্ত হয়েছে। কখনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এমন ফিচারও চালু হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও সদস্য বেরিয়ে গেলে সেটা শুধু অ্যাডমিন জানতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও মেসেজ ডিলিটের ক্ষমতাও রয়েছে অ্যাডমিনদের হাতে। 


এবার দেখে নেওয়া যাক নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে কী কী ফিচার যুক্ত হচ্ছে


হোয়াটসঅ্যাপে গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তাঁদের হাতে থাকবে ক্ষমতা। তাঁরাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না। অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওয়ার বিষয় থাকে। সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ফিচার চালু হওয়া প্রয়োজন ছিল। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না। 


দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম 'গ্রুপস ইন কমন'। জানা গিয়েছে, গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে। 


আইওএস ভার্সানের হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার


সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আইওএস (iOS Users) ইউজারদের জন্য নতুন দুটো ফিচারের রোল আউট শুরু করেছে। এর মধ্যে একটি ফিচার হল ইউজাররা ভয়েস স্টেটাস আপডেট দিতে পারবেন। ইউজারের কনট্যাক্টে লিস্টে থাকা সকলে দেখতে পাবেন এই ভয়েস স্টেটাস আপডেট। এর সঙ্গে অতি অবশ্যই যুক্ত থাকবে প্রাইভেসি সেটিংস। আরও একটি দারুণ ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ছবির মধ্যে থেকে টেক্সট ডিটেক্ট করা যাবে। সরাসরি ছবি থেকেই বেছে নেওয়া যাবে টেক্সট। তবে নতুন এই দুই ফিচারের রোল আউট আইওএস ইউজারদের জন্যই শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যাবে। ইউজাররা নিজেদের চ্যাট থেকে স্টেটাসেও ভয়েস নোট পাঠাতে অর্থাৎ ফরওয়ার্ড করতে পারবেন। 


আরও পড়ুন- ChatGPT- র প্রতিদ্বন্দ্বী Bard- এর রোল আউট শুরু, কারা পাবেন সুবিধা?