Lava O2: ভারতীয় সংস্থা লাভা- র বাজেট ফোন (Lava Budget Phone) লাভা ও২ (Lava O2) লঞ্চ হয়েছিল চলতি বছর মার্চ মাসে। তার এক মাসের মাথায় নতুন রঙে ভারতে হাজির লাভা ও২ ফোন। এর আগে ইম্পিরিয়াল গ্রিন এবং ম্যাজেস্টিক পার্পল রঙে লাভা ও২ লঞ্চ হয়েছিল ভারতে। এবার হাজির হয়েছে রয়্যাল গোল্ড রঙে। লাভা ও২ বাজেট ফোনে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে লাভা ও২ ফোনে। একটিই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে লাভা ও২ ফোন। বর্তমানে লাভা ও২ ফোনের যে রয়্যাল গোল্ড ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তা কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। লাভা ও২ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়্যাল গোল্ড রঙের ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। অ্যামাজনের পাশাপাশি লাভা ইন্ডিয়া ওয়েবসাইট থেকেও এই ফোন কেনা যাবে। তবে সেখানে কোনও অফার নেই। এমনিতে লাভা ও২ ফোনের দাম ৮৪৯৯ টাকা। নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে লঞ্চ অফারে কম দামে ফোন কেনা যাবে।
লাভা ও২ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
- এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
- লাভা ও২ ফোনের ৮ জিবি ইনবিল্ট র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব ফোএর ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের মেন সেনসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ।
- লাভা ও২ ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনের ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- লাভা সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম সাপোর্ট পাওয়া যাবে।
- অন্যদিকে একবার পুরো চার্জ দিলে লাভা ও২ ফোনে প্রায় ৫০০ ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
- লাভা ও২ ফোনের ওজ প্রায় ২০০ গ্রাম। এই ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে 4G VoLTE, Bluetooth 5, GPRS, OTG, Wi-Fi 802.11 b/g/n/ac- এর সাপোর্ট।
- এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
- এই ফোনে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি Unisoc T616 প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে।
- লাভা ও২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত রয়েছে।
- এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর এই ফোনের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- আইফোন ১৪- র দামে বিপুল ছাড় ফ্লিপকার্টে, কতটা কম দামে কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।