Redmi Smartphones: রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 13 Series) অন্যতম শক্তিশালী ফোন রেডমি নোট ১৩ টার্বো (Redmi Note 13 Turbo)। এই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। গ্লোবাল মার্কেটে রেডমি নোট ১৩ টার্বো ফোন লঞ্চ হতে পারে পোকো এফ৬ (Poco F6) হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পোকো এফ৬ ফোন ভারতেও লঞ্চ হবে। চলুন এবার দেখে নেওয়া যাক, রেডমি নোট ১৩ টার্বো ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। যদিও এই ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। চিনে কবে লঞ্চ হবে, তারপর পোকো সাব-ব্র্যান্ডের আওতায় গ্লোবাল মার্কেটে কবে আসবে, কোনও ব্যাপারে কিছু জানা যায়নি।
- রেডমি নোট ১৩ টার্বো ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট।
- এছাড়াও এই ফোনে থাকতে চলেছে একটি OLED স্ক্রিন এবং তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- রেডমি নোট ১৩ টার্বো ফোনে একটি ফ্ল্যাট স্ক্রিন থাকার কথা রয়েছে। সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া সম্ভব।
- এছাড়াও রেডমি নোট ১৩ সিরিজের এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এখানে Sony IMX882 সেনসর থাকার কথা রয়েছে। অন্যান্য রেয়ার ক্যামেরা সেনসর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সেই জন্য কী ধরনের রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে তাও স্পষ্ট নয়।
- রেডমি নোট ১৩ টার্বো ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- বলা হচ্ছে, এই ফোনের সঙ্গে রেডমি কে৭০ই ফোনের মিল থাকবে। তবে রেডমি নোট ১৩ টার্বো ফোনের রেয়ার প্যানেল হতে পারে অনেকটাই রেডমি নোট ১২টি ফোন এবং রেডমি নোট ১৩ প্রো ফোনের মতো।
গতবছর অর্থাৎ ২০২৩ সালে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১২ টার্বো ফোন। তারপর এই ফোনই পোকো এফ৫ নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার রেডমি নোট ১২ টার্বো ফোনের সাকসেসর হিসেবে চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ টার্বো ফোন। তারপর এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে পোকো এফ৬ ফোন হিসেবে। এই দুই ফোনে একই ধরনের ডিজাইন এবং ফিচার থাকবে বলে অনুমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা আগামী মাসে চিনে রেডমি নোট ১৩ টার্বো ফোন এবং গ্লোবাল মার্কেটে পোকো এফ৬ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।