Xiaomi Smartphones: শাওমি (Xiaomi) সংস্থার দু'টি সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) এবং পোকো (Poco) ভারতে দুটো নতুন ফোন লঞ্চ করতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে এই দুই ফোনের নাম দেখা গিয়েছে। তবে এই দুই ফোন কবে দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে বিআইএস ওয়েবসাইটে নাম যখন দেখা গিয়েছে তখন অনুমান রেডমি এবং পোকো সংস্থার এই দুই ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৪ এবং পোকো এক্স৭ নিও- এই দুই ফোন। রেডমি নোট ১৩ এবং পোকো এক্স৬ নিও- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই দুই ফোন। শাওমির সাব-ব্র্যান্ডের এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি।
ভারতে আরও কয়েকটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, রইল সেই তালিকা
আইটেল এ৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে আইটেল সংস্থার এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন। একটি বাজেট স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে আইটেল এ৫০ ফোন। কয়েকটি গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে এই ফোন। একটি Unisoc T603 প্রসেসর থাকতে চলেছে আইটেল এ৫০ ফোনে। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর আগে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৭০ ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে আইটেল এ৫০ ফোনের। ভারতে বেশ সস্তায় লঞ্চ হবে এই ফোন। ভারতে আইটেল এ৫০ ফোনের দাম হতে পারে ৭০০০ টাকার কম। যদিও আইটেল সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। কী কী রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি এখনও। Cyan Blue, Lime Green, Misty Black, Shimmer Gold - এই চার রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আইটেল এ৫০ ফোন।
আরও পড়ুন- সবচেয়ে ছোট ডেস্কটপ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ, আসছে ম্যাক মিনি এম৪ ২০২৪
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।