Redmi Tablet: ভারতে লঞ্চ হয়েছে রেডমি প্যাড (Redmi Pad)। রেডমি (Redmi) সংস্থার এই ট্যাবলেটের দাম দেশে শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য হয়েছে। মোট তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি প্যাড। ৫ অক্টোবর থেকে এই ট্যাবের বিক্রি শুরু হয়েছে। Mi.com, Mi Homes- এর পাশাপাশি জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল পার্টনারের মাধ্যমে রেডমি প্যাড কেনা যাবে। রেডমি ট্যাবের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে শুধুমাত্র Mi.com থেকে।


রেডমি সংস্থা তাদের নতুন ট্যাবলেটের মাধ্যমে মূলত গেমার, মাল্টিটাস্কার, মুভি বাফস অর্থাৎ যাঁরা প্রচুর সিনেমা দেখেন এবং এমন মানুষ যাঁরা ইন্টারনেটে অনেক সময় কাটান, প্রচুর জিনিস দেখেন তাঁদেরকেই বেছে নিয়েছে মূল ক্রেতা হিসেবে। রেডমি প্যাডে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ট্যাবে একটি ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।  


রেডমি প্যাডের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম


এই ট্যাবের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Graphite Gray, Moonlight Silver এবং Mint Green- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে রেডমি প্যাড। ব্যাঙ্ক অফ বরোদার কার্ডের মাধ্যমে mi.com থেকে এই ট্যাব কিনলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। ৫ থেকে ৯ অক্টোবরের মধ্যে এই ট্যাব কিনতে হবে।


রেডমি প্যাডের স্পেসিফিকেশন



  • এই ট্যাবে রয়েছে একটি ১০.১ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • রেডমি প্যাডের ইনবিল্ড স্টোরেজ ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা বা বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ট্যাবে রয়েছে ওয়াই-ফাই ৫ সাপোর্ট, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট, ডুয়াল মাইক্রোফোন, থার্ড পার্টি পেন সাপোর্ট।

  • অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স বেসড MIUI 13- র সাহায্যে এই ট্যাব পরিচালিত হবে। Split Screen, Floating Windows, Multi-Window support, Reading mode- সহ একাধিক আধুনিক ও উন্নত ফিচারের সাপোর্ট রয়েছে রেডমি প্যাডে।

  • এই ট্যাবে একটি ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।


আরও পড়ুন- মাত্র ১৯ মিনিটে পুরো চার্জ হবে শাওমি ১২টি সিরিজের ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি