Redmi Smartohones: রেডমি ১৩সি ৫জি ফোন (Redmi 13C 5G)আগেই ভারতে লঞ্চ হয়েছে। এবার তার সাকসেসর মডেল লঞ্চ হতে চলেছে দেশে। জানা গিয়েছে, রেডমি ১৪সি ৫জি ফোন (Redmi 14C 5G) এবার লঞ্চ হবে ভারতে। কবে রেডমির নতুন ফোন লঞ্চ হতে পারে তা অবশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনুমান, হয়তো খুব বেশি দেরি নেই। আইএমইআই ডেটাবেসে এই ফোনের নাম দেখা গিয়েছে সম্প্রতি। এর থেকেই অনুমান করা হচ্ছে ভারতে রেডমি ১৪সি ৫জি ফোন লঞ্চ হতে হয়তো আর খুব বেশি দেরি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি ১৩সি ৫জি ফোন গতবছর লঞ্চ হয়েছিল ভারতে। এক বছর পর লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল। রেডমি ১৪সি ৫জি ফোন সম্পর্কিত কোনও তথ্যই এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। অন্যদিকে আবার জানা গিয়েছে, রেডমি ১৪সি ৫জি প্রথম রেডমি সি সিরিজের ফোন হতে চলেছে যা জাপানে লঞ্চ হবে। রেডমি ১৩সি ৫জি ফোনের তুলনায় উন্নত এবং আধুনিক ফিচার থাকবে রেডমি ১৪সি ৫জি ফোনে। 


রেডমি ১৩সি ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এবং তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন।

  • রেডমির এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে আর একটি সেকেন্ডারি সেনসর।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার। 

  • রেডমি ১৩সি ৫জি ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, Wi-Fi ac, Bluetooth 5.3 এইসব সাপোর্ট রয়েছে। 


রেডমি ১৩সি ৫জি ফোনের দাম 


রেডমি ১৩সি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৪৯৯ টাকা।


আরও পড়ুন- কেমন হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার? জেনে নিন লঞ্চের আগে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।