পীযূষ পাণ্ডে, মুম্বই: মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স বাজারে আনছে নতুন জিওফোন। নতুন ফোনে জিও নম্বরে ১৯৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল সহ দুবছরের ইন্টারনেট পরিষেবা। ৩০ কোটি ব্যবহারকারী এই সুবিধা পাবে। মূলত এই পরিষেবা ২জি ব্যবহারকারীদের জন্য।


গত কয়েক দশকে ফোনের বাজার পরিবর্তন এনেছে জিও। রিলায়েন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, ১০ কোটি ব্যবহারকারী বেড়েছে সারা দেশে। ভারতে বর্তমানে ৩০ কোটি ব্যবহার করেন জিও।  


রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিট্যাল যৌথ বিবৃতিতে জানিয়েছে, টুজি মুক্ত ভারত কর্মসূচির অংশ। সাধারণের সাধ্যের মধ্যে এই ফোন এনেছে জিও। এই পরিষেবার সুবিধা পাবেন দেশের ৩০ কোটি গ্রাহক। বর্তমানে প্রতি মিনিট কথা বলার জন্য জিও গ্রাহককে দিতে হয় ১টাকা ২০ পয়সা থেকে ১টা ৫০ পয়সা পর্যন্ত। ২জি ব্যবহারকারীকে মাসে ৫০ টাকা খরচ করতে হয় পরিষেবা চালু রাখার জন্য।


রিলায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ অম্বানি বলেন, এখনও দেশের বহু মানুষ টুজি আমলেই থেকে গিয়েছেন। ৫জি যুগেও তাঁরা সেই পরিষেবা উপভোগ করতে পারছেন না। গত ৪ বছরে প্রত্যেক ভারতীয়র জন্য ইন্টারনেট পরিষেবা এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ এনে দিয়েছে জিও। প্রযুক্তি এখন আর কোনও একটা অংশের জন্য় সীমাবদ্ধ নয়। তাঁর কথায়, জিও-র নতুন এই উদ্যোগে ডিজিটাল ডিভাইড দূর করা যাবে। উল্লেখ্য, শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জ  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২.৮৪ শতাংশ নেমে যায়।