Jio: ২৯ অগস্ট রিলায়েন্স জিও তাদের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করেছে যে অক্টোবর মাসে ভারতে ৫জি পরিষেবা চালু করছে তারা। দীপাবলির আগে এই সুখবরের পাশাপাশি জিও-র তরফে জানানো হয়েছে Jio Air Fiber এবং Jio Cloud PC পরিষেবাও চালু হতে চলেছে দেশে। জানা গিয়েছে, Jio Air Fiber- এর সাহায্যে গ্রাহকরা Gigabit স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন। এক্ষেত্রে ওয়্যারলেস পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, Jio Cloud PC হল একটি ভার্চুয়াল PC, যা ক্লাউডের মাধ্যমে পরিচালিত হবে। এক্ষেত্রে কোনও হার্ডওয়্যারের প্রয়োজন নেই। জানা গিয়েছে, রিলায়েন্স জিও তাদের ফিফথ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের নাম দিয়েছে Jio True 5G। আর এই সার্ভিসের উপর নির্ভর করে কাজ করবে Jio Air Fiber এবং Jio Cloud PC।


Jio Air Fiber


জানা গিয়েছে, Jio Air Fiber Home Gateway আসলে একটি ওয়্যারলে সিঙ্গল ডিভাইস। পাওয়ার সোর্স হিসেবে এই ডিভাইস প্লাস ইন করা সম্ভব। এছাড়াও একটি ওয়াই-ফাই হটস্পট হিসেবে কাজ করতে পারে এই ডিভাইস। Jio True 5G- র সাহায্যে হাই স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে এই ওয়্যারলেস ডিভাইসে।


Jio Cloud PC


ফিজিক্যাল ল্যাপটপ বা ডেস্কটপের ধারণার পরিবর্তে ভার্চুয়াল PC- র ভাবনাচিন্তা নিয়ে আসতে চলেছে Jio Cloud PC। একাধিক PC একসঙ্গে যুক্ত করতেও এই ব্যবস্থা কাজে লাগবে।


রিলায়েন্স জিও ৫জি পরিষেবা


চলতি বছর অক্টোবর মাসেই ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও সংস্থা। দীপাবলির আগেই হয়তো সুখবর পাওয়া যাবে। প্রাথমিক ভাবে চারটি মেট্রোপলিটান শহর কলকাতা, মুম্বই, দিল্লি এবং চেন্নাইতে এ৫জি পরিষেবা চালু করবে জিও। আর ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে ভারতের সর্বত্র জিও ৫জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে।  


রিলায়েন্স জিও-র ৫জি ফোন


শোনা যাচ্ছে, কোয়ালকমের সঙ্গে যুক্ত হয়েছে রিলায়েন্স জিও সংস্থা। অতএব আসন্ন ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু রিলায়েন্স জিও-র ৫জি ফোন একটি বাজেট ফোন হতে চলেছে তাই সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট এই ফোনে থাকতে পারে। সাধারণত সস্তার ফোনে এই প্রসেসর লক্ষ্য করা যায়। ভারতে জিও-র ৫জি ফোনের দাম বেশ কম হবে বলেই এখনও পর্যন্ত শোনা গিয়েছে। বর্তমানে ভারতের বাজারে এমন অনেক ৫জি ফোন রয়েছে যাদের দাম ২০ হাজার টাকার মধ্যে বা ২০ হাজার টাকার আশপাশে রয়েছে। তবে জিও-৪ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট দাম এখনও প্রকাশ্যে আসেনি।


আরও পড়ুন- সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে পোকো এম৫ ৪জি ফোন, কবে লঞ্চ?