Jio 2GB Plan: বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) এখন ভারতে যথেষ্টই জনপ্রিয়। এই টেলিকম সংস্থা ইউজারদের জন্য নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) লঞ্চ করে। যাঁরা হাই স্পিডের ডেটার (High Speed Data) পাশাপাশি একটি রিচার্জ প্ল্যানের মধ্যে একাধিক সুবিধা পেতে চান, তাঁদের জন্য রিলায়েন্স জিওর বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যানের হদিশ রইল। এই সমস্ত প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন ইউজাররা। আর কী কী সুবিধা থাকছে সেগুলো দেখে নেওয়া যাক।


রিলায়েন্স জিওর দৈনিক ২ জিবি ডেটা- সহ বিভিন্ন প্রিপেড রিচার্জ প্ল্যান


২৪৯ টাকার প্ল্যান- এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৩ দিন। প্রতিদিন ২ জিবি করে মোট ৪৬ জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। হাই স্পিড ডেটা শেষ হয়ে গেলে ৬৪কেবিপিএস স্পিডে চালু থাকবে ডেটা। এই ডেটার সুবিধার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং বিভিন্ন জিও অ্যাপে সাবস্ক্রপিশনের সুবিধা পাবেন গ্রাহকরা।


২৯৯ টাকার প্ল্যান- এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এখানেও ইউজাররা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং বিভিন্ন জিও অ্যাপে (JioTV, JioCinema, JioSecurity) সাবস্ক্রপিশনের সুবিধা পাওয়া যাবে।


৫৩৩ টাকার প্ল্যান- এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি করে মোট ১১২ জিবি ডেটা পাবেন ইউজাররা। বাকি সুবিধা অন্যান্য প্ল্যানের মতোই। অর্থাৎ দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং বিভিন্ন জিও অ্যাপে সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।


৭১৯ টাকার প্ল্যান- এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানেও। ফলে মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কল (যেকোনও নেটওয়ার্কে) এবং জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি সাবস্ক্রিপশনের সুবিধা থাকছে।

৭৯৯ টাকার প্ল্যান- এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি করে মোট ১১২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ডিজনি প্লাস হটস্টারের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং বিভিন্ন জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


এছাড়াও ১০৬৬ টাকা এবং ২৮৭৯ টাকার দুটো প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে রিলায়েন্স জিওর। প্রথম প্ল্যানের মেয়াদ ৮৪ ফিন। আর দ্বিতীয় প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। দু’ক্ষেত্রেই প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন- বাচ্চাদের জন্য তৈরি সিনেমা-টিভি সিরিজের মাঝে বিজ্ঞাপন দেখাবে না নেটফ্লিক্স