Republic Day Flight Ticket Offer: ট্রেনের টিকিটের থেকেও কম দামে পাওয়া যাবে বিমানের টিকিট। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দারুণ অফার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় দুটি এয়ারলাইন্স কোম্পানি। যাত্রীদের জন্য ফ্লাইটের টিকিটে বড় ছাড় ঘোষণা করেছে এই দুই কোম্পানি। 


Flight Ticket Offer: কত টাকায় এই অফার
স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়া ডমেস্টিক ফ্লাইটে এই বিশাল ছাড় দিচ্ছে। টাটা গ্রুপের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এই বছরের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য চালু করেছে। ইকোনমি ক্লাস টিকিটে এই ছাড় দিচ্ছে কোম্পানি। টিকিট ছাড়ের তালিকায় ৪৯টিরও বেশি শহর যুক্ত হয়েছে। এয়ার ইন্ডিয়া কেবল ১৭০৫ টাকার  মূল্যে বিমানযাত্রা অফার করছে।


SpiceJet ঘোষণা করেছে, সাধারণতন্ত্র দিবসের টিকিট বিক্রিতে এয়ারলাইন্সগুলি অভ্যন্তরীণ ফ্লাইটে ২৬ শতাংশ ছাড় দিচ্ছে। আপনি এই ছাড় দিয়ে ১১২৬ টাকা থেকে শুরু করে ফ্লাইট টিকিট বুক করতে পারেন। এই ফ্লাইটের টিকিট কিছু ট্রেনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টিকিটের চেয়ে কম। ফ্লাইট টিকিটের উপর এই অফারটি ২৪ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


Flight Ticket Offer: কবে পর্যন্ত বুকিং করা যাবে
এয়ার ইন্ডিয়ার দেওয়া ৪৯টি গন্তব্যের জন্য টিকিটের ডিসকাউন্টের মধ্যে যাত্রীরা ৩০সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, স্পাইসজেটে আপনি ২৪ থেকে ২৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টিকিট বুক করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।


Flight Ticket Offer: কোথায় আপনি টিকিট বুক করতে পারেন
আপনি যদি এই দুটি এয়ারলাইন্সের সাহায্যে ডমেস্টিক ফ্লাইটের টিকিট বুক করেন, তাহলে আপনি এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট airindia.in-এ গিয়ে বুক করতে পারেন। একই সঙ্গে স্পাইসজেটের ওয়েবসাইট spicejet.com-এ গিয়ে বুকিং করা যাবে। স্পাইসজেট জানিয়েছে, এই অফারটি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে।


আপনিও যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই জায়গাগুলিতে বুকিং করে আপনি আপনার খরচ কমাতে পারেন। আপনি ট্রেনের খরচে ফ্লাইটের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।


Government Scheme: পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?