প্রকাশ সিনহা, কলকাতা : জোড়া ডায়েরির (Diary) পর এবার ইডি-র (Enforcement Directorate) নজরে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) তিনটি পেনড্রাইভ (Pen Drive)। এমনই খবর সূত্রের। কুন্তলের ফ্ল্যাটের ড্রয়ার থেকে তিনটি পেনড্রাইভ তল্লাশির সময় পাওয়া যায়। সেগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে ইডি দফতরে। পেনড্রাইভে কী তথ্য লুকিয়ে রাখা হয়েছে তা খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, পেনড্রাইভের তথ্য প্রকাশ করতে প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।
ইডি সূত্রে খবর, কুন্তলের চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশির সময় দুটি ডায়েরির পাশাপাশি, বেডরুমের একটি ড্রয়ার থেকে তিনটি পেন ড্রাইভ পাওয়া যায়। জোড়া ডায়েরিতে একাধিক সাঙ্কেতিক ভাষায় টাকার অঙ্ক লেখা রয়েছে। রেট লেখা রয়েছে। সেই সমস্ত দিক একদিকে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এই তিনটি পেন ড্রাইভে কী রয়েছে তা দেখার জন্য দুই অফিসারকে নিযুক্ত করা হয়েছে।
নিয়োগ দুর্নীতির রহস্যের অনেক কিছুর উত্তর কি লুকিয়ে আছে কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে? সূত্রের খবর, ডায়েরিতে সাঙ্কেতিক লেখা ও সংখ্যা দেখে এমনটাই মনে করছেন ইডির তদন্তকারীরা। নজরে কুন্তল ঘোষের হোয়াটসঅ্যাপ চ্যাট। এক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে ইডি সূত্রের খবর।
দেশ কাঁপানো নানা কেলেঙ্কারির প্রেক্ষাপটে বারবার সামনে আসে রহস্য়জনক নানা ডায়েরির প্রসঙ্গ। তা সে জৈন হাওয়ালা কেলেঙ্কারিই হোক কিংবা সাহারা অথবা সারদার তথাকথিত মিস্ট্র্রি ডায়েরি। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডেও ফিরে এসেছে তেমনই এক রহস্যজনক জোড়া ডায়েরি!
কুন্তলের জোড়া ডায়েরিতে লুকিয়ে নিয়োগ দুর্নীতির রহস্য ? ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ২টি ডায়েরি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, প্রাথমিকভাবে কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান, এই ২ ডায়েরিতেই রয়েছে নিয়োগের নামে তোলা টাকা-পয়সার যাবতীয় হিসেব। ইডি সূত্রের দাবি, ২টি ডায়েরিতেই সাঙ্কেতিক ভাষায় কিছু সংখ্যা লেখা আছে।
তদন্তকারীদের অনুমান, চাকরি দেওয়ার নামে কত টাকা তোলা হয়েছিল, তার অঙ্ক জানা যেতে পারে এই সঙ্কেতের রহস্যভেদ করতে পারলেই। তাই কুন্তলকে জেরা করে সঙ্কেত রহস্যের দ্রুত সমাধান করতে চাইছেন তদন্তকারীরা।
কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে, কুন্তলের জোড়া ডায়েরিতে সাঙ্কেতিক সংখ্যার রহস্যভেদ করতে পারবে ইডি?
আরও পড়ুন ; নিয়োগ সংক্রান্ত কী কথাবার্তা হয়েছিল টেক্সটে? ইডির হাতে কুন্তলের হোয়াটস অ্যাপ চ্যাট!