কলকাতা : প্রতিদিন বাড়ছে আমাদের ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা। গরমাগরম লাঞ্চ-ডিনার থেকে মুদিখানার কেনাকাটি , সবই এখন জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। করোনা কালে বাইরে বেরনো যত নিয়ন্ত্রিত হয়েছে, ততই  ডিজিট্যাল কিনাকাটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারণা । ২২ শতাংশ বেড়েছে সাইবার অপরাধ। বাড়িতে টাকা তুলে রাখার থেকে গুগল পে, ফোন পে থেকে ঝটপট কেনাকাটা সারছেন অনেকেই। ব্যাঙ্কের লেনদেনও হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে। কিন্তু স্মার্ট ফোন, অনলাইন কেনাকাটার আধুনিকতম প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে পড়া মানুষ কিন্তু কিছু অসাবধানতার জন্য বড়সড় সাইবার সমস্যার সম্মুখীন হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস ইন্ডিয়ার লক্ষ্যে এগোচ্ছি আমরা। কিন্তু তার সঙ্গে মনে রাখতেই হবে সাইবার সিকিউরিটির বিষয়টিও। আজ  Safer Internet Day 2022 - তে জেনে নিন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার কিছু টিপস। শেয়ার করলেন ISOEH - এর কর্ণধান সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। 



  •  ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না। 

  •  gmail, Facebook এবং অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়ায় টু ফ্যাক্টর অথেনটিকেশন (two factor authentication) চালু করুন।  (OTP) সক্রিয় করুন৷ যাতে নতুন কোনও ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করলে, আপনার ইমেলে আগে নোটিফিকেশন পৌঁছায়। 

  •  অপরিচিত কোনও ব্যক্তি ফোন করে কোনও NUMBER বা PIN বা OTP চাইলে, তা দেবেন না। তিনি যে পরিচয়ই দিন না কেন। মনে রাখবেন, কেউ কখনও সাধু উদ্দেশ্যে ওটিপি চায় না। 

  • ক্লাউড / গুগল ড্রাইভ / ওয়ান ড্রাইভ / অ্যাপল ক্লাউডে পর্যায়ক্রমে ব্যাকআপ নিয়ে রাখুন

  • গোপনীয় তথ্য এনক্রিপ্ট করুন । অর্থাৎ এনক্রিপশন অন রাখবেন। এনক্রিপশন তৃতীয় কোনও ব্যক্তির থেকে আপনার তথ্য সুরক্ষিত রাখে।

  • খুব ভাল করে ব্যবহার না জেনে TeamViwer বা anydesk বা Quick KYC অ্যাপ ইনস্টল বা ব্যবহার করবেন না। 

  • অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল ধরার আগেই মোবাইল ক্যামেরা স্টিকার দিয়ে ঢেকে রাখুন 

  • গুগল সার্চে পাচ্ছেন বলেই সেখানে অন্ধভাবে নিজের সম্পর্কে সব তথ্য দিয়ে দেবেন না। অনেক সময়ই সার্চে উঠে আসা সাইটগুলি  হ্যাকারদের দ্বারা তৈরি হয়। 

  • ব্রাউজার থেকে কুকিজ পরিষ্কার করুন (Clear cookies from browser) । 

  • সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও বা অডিও সর্বজনীনভাবে (Public) আপলোড করবেন না।

  • সত্যতা যাচাই না করে অন্ধভাবে খবর ফরোয়ার্ড করবেন না। ভুয়া খবর ভাইরাল হওয়া বন্ধ করুন।

  • মনে রাখতে হবে, বাস্তব জীবনে আপনার প্রয়োজনে ইন্টারনেটের অচেনা বন্ধুরা কিন্তু এগিয়ে আসবেন না। বাস্তব জীবনে  বন্ধুদের সঙ্গে দেখা করুন, মোবাইল এবং ইন্টারনেটের বাইরে যোগাযোগে থাকুন।