ওপেনএআইয়ের (OpenAI) সিইও পদ থেকে  স্যাম অল্টম্যানকে সরানোর পর থেকেই উথালপাথাল সোশ্যাল মিডিয়া।  কোম্পানির বোর্ড সদস্যরা সম্প্রতি  বরখাস্ত করে ChatGPT- র অন্যতম স্রষ্টাকে।  খবরটি নড়িয়ে দিয়েছিল  ChatGPT ব্যবহারকারীদের । অবশেষে ফেরানো হচ্ছে তাঁকে। ঘোষণা করল OpenAI। 


সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, স্যাম অল্টম্যানকে ফেরানো হচ্ছে পদে। সঙ্গে থাকবেন নতুন বোর্ড সদস্যরা।  এই সদস্যদের মধ্যে রয়েছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস এবং অ্যাডাম ডি'অ্যাঞ্জেলো।


ওপেনএআই এক্স হ্যান্ডেলে ( X ) পোস্ট করে জানিয়েছে, "আমরা স্যাম অল্টম্যানের সঙ্গে সিইও পদে ফেরানোর বিষয়ে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি।  এর সঙ্গেএকটি new initial board গঠন করা হচ্ছে। তাতে থাকছেন  ব্রেট টেলর (Chair), ল্যারি সামারস এবং অ্যাডাম ডি'অ্যাঞ্জেলো।


সম্প্রতি বিশ্বের অন্যতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা OpenAI সিইও পদ থেকে অল্টম্যানকে সরিয়ে দেয়। সংস্থা নাকি তাঁর উপর থেকে ভরা হারাচ্ছিল, এমনটাই জানানো হয়। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়। তারপরই চাকরি যায় অল্টম্যানের। 


স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার প্রসঙ্গে বিবৃতিতে OpenAI কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, তিনি বোর্ড অফ ডিরেক্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন না। আর সেই জন্যেই তার উপর ভরসা, আস্থা হারিয়েছে সংস্থা। OpenAI কোম্পানির সিইও হয়ে তিনি সংস্থা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। আর এই দোলাচলের মধ্যেই বরখাস্ত করা হয়েছে ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে।     


এই ঘটনার পরই জানা যায়  মাইক্রোসফটে (Microsoft) যোগ দিচ্ছেন স্যাম। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা (Satya Nadella) এই খবর নিশ্চিতও করেন। তাঁদের যোগ দেওয়ার কথা ছিল  মাইক্রোসফটের এআই ইন্টেলিজেন্স রিসার্চ টিমে। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে ওপেনএআই-তেই ফিরছেন স্যাম অল্টম্যান। 


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y