নয়াদিল্লি : জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এবার নতুন ফোনের গোপন ছবি ফাঁস হয়ে গেল স্যামসাঙের। সম্প্রতি একটি টেক সাইটে উঠে এসেছে Samsung A22 5G-র ছবি। যা নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে।
A52 ও A72-এর পর নয়া A-সিরিজ আনছে স্যামসাং। ৯১ মোবাইল সাইটে ফোনের গোপন ছবি প্রকাশ হতেই প্রশ্ন উঠেছে বেশ কয়েকটা জিনিস নিয়ে। ছবি ও স্পেসিফিকেশন বলছে, একই মডেলের ৫জির-পাশাপাশি ৪জি ভ্যারিয়েন্ট আনছে কোম্পানি। কেমন হতে চলেছে সেই ফোন ?
Samsung A22-এর স্পেসিফিকেশন
টেক সাইটের দাবি অনুযায়ী, Samsung A22 5G ও 4G মডেল আনছে কোম্পানি। প্রায় একই রকম দেখতে ফোনের দুই মডেল। তবে ফোন আনলক করতে গেলেই ধরা পড়বে পার্থক্য। Samsung A22 5G-র ক্ষেত্রে ডানদিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টার। 4G মডেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে কোম্পানি। আগামী মাসেই আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন এই ফোনের। চার রঙে পাওয়া যেতে পারে ফোন। কালো , হাল্কা বেগুনি, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে Samsung A22 5G ও 4G।
Samsung A22 5G মডেলে ওয়াটার ড্রপ নচ থাকছে। তবে নিচের চিন এরিয়া একটু বড় হতে পারে। রেয়ার ক্যামেরার ক্ষেত্রে পিছনে চৌকো মডিউল আনা হয়েছে। যার মধ্যে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এই ফোনে। এ ছাড়াও দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তিন নম্বর ক্যামেরা মডিউলে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা।
স্যামসাঙের নতুন এই মডেলে থাকতে পারে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে ফোনে। ফোনে থাকবে ৫০০০ এমএএইচের ব্যাটারি সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সব মিলিয়ে ফোনের ওজন ২০৫গ্রাম। ৯ এমএম পুরু হবে এই ফোন।
Samsung A22 4G-র স্পেসিফিকেশন
Samsung A22 4G-র মধ্যে রয়েছে প্রায় একই স্পেসিফিকেশন। তবে তিনের জায়গায় এই মডেলে রয়েছে চারটে ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। পাশাপাশি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগার ম্যাক্রো শ্যুটার। তবে দুটো ফোনেই থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এসবই ৯১ মোবাইল সাইটের লিকড রেনডারস অনুযায়ী স্পেসিফিকেশন।