নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে পোস্টার মারার অভিযোগে দিল্লি পুলিশ ১৭ কে গ্রেফতার করেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে চলতি টিকাকরণ অভিযান সম্পর্কে সমালোচনামূলক ওই পোস্টার সাঁটার অভিযোগে ওই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সরকারি সম্পত্তির সৌন্দর্যহানি ও ১৮৮ ধারায় এই ঘটনায় ২১ টি এফআইআর দায়ের করা হয়েছে।
এর আগে দিল্লির বিভিন্ন স্থানে মোদির সমালোচনা করে পোস্টার দেওয়া হয়। ওই পোস্টারগুলিতে লেখা ছিল-'আমাদের সন্তানদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠালেন মোদিজি?'
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনামূলক পোস্টার লাগানোর অভিযোগ ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় বিভিন্ন জেলায় ১০ টি এফআইআর দায়ের করেছিল পুলিশ।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ পরিস্থিতির তৈরি করেছে। এই পরিস্থিতি করোনা টিকার রফতানি নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে।
যদিও শাসক দল বিজেপির পক্ষ থেকে এই সমালোচনা নাকচ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজপি কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)-এর বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ করে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, দুই ভারতীয় উৎপাদক সংস্থার বাণিজ্যিক ও লাইসেন্স সংক্রান্ত দায়বদ্ধতার কারণে ভ্যাকসিনের ডোজ বিদেশে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হলেও সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ-মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের বেশি। সাতদিন পর দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের নীচে নামল।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। এর আগে, শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।
PM Modi Poster Protest :মোদির সমালোচনায় পোস্টার, দিল্লিতে গ্রেফতার ১৭, দায়ের ২১ এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2021 09:05 PM (IST)
এর আগে দিল্লির বিভিন্ন স্থানে মোদির সমালোচনা করে পোস্টার দেওয়া হয়। ওই পোস্টারগুলিতে লেখা ছিল-'আমাদের সন্তানদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠালেন মোদিজি?'
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
15 May 2021 09:05 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -