Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোনে। চারটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের দাম ভারতে কত
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। কালো, ধূসর, হাল্কা সবুজ রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টে। চার বছরের অপারেটিং সিস্টেম আপডেট পাবেন ইউজাররা। এছাড়াও চার বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে এই ফোনে।
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অনবোর্ড র্যাম এক্সপ্যান্ড করার ফিচার রয়েছে এই ফোনে। এই র্যাম প্লাস ফিচারের সাহায্যে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে র্যাম।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন।
- এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- একই দিনে ভারতে এল রিয়েলমির দুই ৫জি ফোন, কী কী মডেল লঞ্চ হয়েছে? কেনার আগে দেখুন ফিচার ও দাম