Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন। এবার লঞ্চের পালা স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A25 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- (Samsung Galaxy A15 5G) এই দুই মডেলের। ইতিমধ্যেই ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ হয়েছে। অনুমান, ভারতে লঞ্চ হতে চলা মডেলের সঙ্গে ভিয়েতনামের ভ্যারিয়েন্টের ফিচারের দিক থেকে মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনে অ্যাড্রয়েড ১৪ বেসড One UI 6.0- এর সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে সুপার AMOLED ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- এই দুই ফোন ২৬ ডিসেম্বর লঞ্চ হবে ভারতে, দুপুর ১২টা ৩০মিনিটে।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনের সাকসেসর মডেল। নতুন ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও এই ক্যামেরা ভিডিও ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যে ভিডিওর ক্ষেত্রে ব্লার বা যেকোনও রকম ডিসটরশন কমানো সম্ভব হবে। একাধিক র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে আগে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ফটো এডিট করার টুলস বা ফিচার থাকতে পারে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তাদের গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে একটি ৫ এনএম চিপসেট থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- এই দুই ফোনেই Knox Security সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। স্যামসাং সংস্থা জানিয়েছে, এই ফোনের ইউজাররা তাঁদের বিভিন্ন ডেটা বা তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন Auto Blocker, Secure Folder, Privacy Dashboard, Samsung Passkey - এইসব ফিচারের সাহায্যে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আসন্ন দুই ৫জি ফোনে Knox Vault চিপসেট থাকারও সম্ভাবনা রয়েছে, যার সাহায্যে ইউজারদের ডেটা আরও নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। ভারতে এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ জানা গেলেও দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। কোন কোন ভ্যারিয়েন্ট বা কী কী রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে তাও জানা যায়নি।
আরও পড়ুন- দেশীয় সংস্থার ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার পাবেন ইউজাররা?