Lava Storm 5G: লাভা স্টর্ম ৫জি ফোন (Lava Smartphone) ভারতে লঞ্চ হয়েছে। লাভা ভারতের নিজস্ব সংস্থা। তারা লঞ্চ করেছে বাজেট স্মার্টফোন (Budget Phone)। মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা স্টর্ম ৫জি (Lava Storm 5G)। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এর সঙ্গে থাকছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। এছাড়াও লাভা স্টর্ম ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


লাভা স্টর্ম ৫জি ফোনের দাম 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৪৯৯ টাকা। সংস্থার তরফে শুরুতে একটা ছাড় দেওয়া হচ্ছে। তার ফলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। Gale Green এবং Thunder Black লাভা স্টর্ম ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২৮ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন এবং লাভা সংস্থার ই-স্টোর থেকে। 


লাভা স্টর্ম ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র আপগ্রেড পাওয়া যাবে বলে দাবি করেছে লাভা সংস্থা। এছাড়াও পাওয়া যাবে দু'বছরের সিকিউরিটি আপডেট। 

  • লাভা স্টর্ম ৫জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS 2.5D ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • লাভা স্টর্ম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা সেনসর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। সঙ্গে রয়েছে একটি স্ক্রিন ফ্ল্যাশ। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • লাভা সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং প্রায় ৩০০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম সাপোর্ট পাওয়া যাবে লাভা স্টর্ম ৫জি ফোনে। এই ফোনে রয়েছে ব্লুটুথ ৫- এর সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে হাজির সবচেয়ে সস্তার ৫জি ফোন পোকো এম৬, দাম কত? কী কী ফিচার রয়েছে?