কলকাতা: আগামী ৫ মার্চ বাজারে আসছে স্যামসং-এর নতুন ফোন। সংস্থা জানিয়েছে, ওই একই দিনে বিক্রিও শুরু হবে। এই ফোনের নাম স্যামসং গ্যালাক্সি এ৩২ (Samsung A32)। জানা গিয়েছে, ফোনে থাকবে ৬ জিবি র‌্যাম। ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। থাকবে মাইক্রো এসডি কার্ডের ব্যবস্থাও। মূলত ৪টি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো, নীল, বেগুনি, সাদা।


দক্ষিণ কোরিয়ার সংস্থা ৫জি ভার্সন আনবে ভারতে। ওয়েবসাইটে স্যামসং জানিয়েছে ২জি এবং ৪জি নেটওয়ার্ক থাকবে। ডুয়াল সিম যুক্ত এই ফোনে আছে ৫০০০এমএএইচ (5,000mAh) ব্যাটারি। ১৫ ওয়াট সুপারফাস্ট চার্জিং পরিষেবাও পাওয়া যাবে।  ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। অত্যাধুনিক ইনফিনিটি ইউ ডিসপ্লে আছে। ২ জিএইচজেড (2GHz), ১.৮ জিএইচজেড (1.8GHz) যুক্ত অক্টাকোর প্রসেসর আছে এই ফোনে।


স্যামসং গ্যালাক্সি এ৩২ (Samsung A32) ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা। ফোনে আছে প্রাইমারি ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ক্যামেরায় আছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। ৫ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর আছে। ৫০০০এমএএইচ (5,000mAh) ব্যাটারি কার্যক্ষমতা ৯৩ ঘণ্টা পর্যন্ত অডিও ব্যাকআপ দেবে। ভিডিও ব্যাক আপ দেবে ২০ ঘণ্টা পর্যন্ত।  স্যামসং গ্যালাক্সি এ৩২ (Samsung A32) ফোনের ওজন ২০৫ গ্রাম।