Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সাকসেসর মডেল দেশে লঞ্চ হয়েছিল স্ট্যান্ডার্ড ৮ জিবি র্যাম নিয়ে। শোনা যাচ্ছে, নতুন করে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৬ জিবি র্যাম-সহ। খুব তাড়াতাড়ি এই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে অনুমান। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এবং ফোনের স্টোরেজের পরিমাণ এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে ২৮,৯৯৯ টাকায়। এই ফোনের দামে ৩০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকতে পারে। এছাড়াও স্যামসাং শপ অ্যাপের ওয়েলকাম ভাউচার (১০০০ টাকার) থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
Asus ROG Phone: আসুস সংস্থার নতুন ROG ফোন (Asus ROG Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। আসুস ROG ফোন ৬ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন গেমিং স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে।