Elon Musk: ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক (Elon Musk) জনপ্রিয় মাইক্রোব্লগিং (Twitter) মাধ্যমের দায়িত্ব নেওয়ার পর থেকেই অদ্ভুত সব আচরণ শুরু করেছেন। এমনিতেও মাঝরাতে কর্মীদের মেল পাঠানো এলন মাস্কের ক্ষেত্রে নতুন কিছু নয়। তবে এবার নাকি রাত ২টো ৩০মিনিটে কর্মীদের ইমেল (email) পাঠিয়েছেন তিনি। সেখানে দেওয়া হয়েছে চরম সতর্কবার্তা। ইমেলে কর্মীদের বলা হয়েছে অফিসে এসে কাজ করা মোটেই 'অপশন' নয়। বিষয়টা বাধ্যতামূলক। মূলত এই ইমেল পাঠানোর একদিন আগে ট্যুইটারের সানফ্রান্সিকোর অফিস প্রায় অর্ধেক ফাঁকা ছিল। সেই খবর পৌঁছয় এলন মাস্কের কানে। আর তার জেরেই কড়া সতর্কবার্তা দিয়ে কর্মীদের মাঝরাতেই ইমেল পাঠিয়েছেন ট্যুইটারের নতুন মালিক। 


গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন এলন মাস্ক। তারপরই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। প্রায় ৭৫০০ কর্মী থেকে ট্যুইটারের কর্মী সংখ্যা নেমে আসে ২০০০- এর আশপাশে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি খরচ নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন এলন মাস্ক। ট্যুইটারে এসেছে একাধিক পরিবর্তন। বদল হয়েছে নিয়ম-নীতি, ফিচার। সেই সঙ্গে কর্মীদের প্রতি সংস্থার আচরণেও আমূল বদল এসেছে। অফিসে কর্মীদের জন্য অনেক নতুন নিয়মও চালু হয়েছে। এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর ট্যুইটারের সবচেয়ে পরিবর্তন হল ব্লু টিক সাবস্ক্রিপশন। অর্থাৎ ইউজাররা টাকার বিনিময়ে ট্যুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক কিনতে পারবেন। 


ট্যুইটারে কর্মী ছাঁটাই


ট্যুইটারের সিইও পদে আসীন হওয়ার পরেই কর্মী ছাঁটাই শুরু করেছিলেন এলন মাস্ক। একধাক্কায় সংস্থার ওয়ার্ক ফোর্স কমে গিয়েছিল প্রায় ৫০ শতাংশ। চলতি বছরেও অব্যাহত রয়েছে ট্যুইটারের কর্মী ছাঁটাই। এমনকি গত বছর ক্রিসমাসের সময় উৎসব-পার্বণেরও রেয়াত করেননি এলন মাস্ক। ক্রিসমাসের ঠিক আগেও কর্মী ছাঁটাই হয়েছিল ট্যুইটারে। আগামী দিনে ট্যুইটারে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করছেন অনেকেই। 


সম্প্রতি পরিসংখ্যানে জানা গিয়েছে, মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার- এই তিনটি সংস্থা শুধুমাত্র মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। এই দলে রয়েছেন অনেক ভারতীয় কর্মীও। বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীরা সোশ্যাল মিডিয়ার একাধিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, আগে থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। আচমকা ছাঁটাই করা হয়েছে। এমনকি ছুটিতে থাকাকালীন, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকের চাকরি খোয়া গিয়েছে। অথচ ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। 


আরও পড়ুন- রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি, দেখে নিন ফিচার-স্পেসিফিকেশন