Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এই দুই ফোন কবে ভারতে আসবে, আদৌ আসবে কিনা, সেই প্রসঙ্গে আনুষ্ঠাণিক ভাবে কিছুই ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। তবে অফিশিয়াল লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই মডেলের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন এবং ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক। 



  • স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে Infinity-U ডিসপ্লে এবং তার উপর নচ ডিজাইন থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে Infinity-O ডিসপ্লে এবং তার উপর কাট আউট থাকার সম্ভাবনা রয়েছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে ১৩ মেগাপিক্সেলের সেলফি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৩


অবশেষে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৩ (Samsung Galaxy Unpacked Event 2023) - এর দিন ঘোষণা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি এই ইভেন্ট অনুষ্ঠিত হবে সানফ্রান্সিসকোতে। শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy 23 Series) লঞ্চ হতে পারে এই ইভেন্টে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে আনপ্যাকড ইভেন্ট। ওইদিন ভারতেও লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন। শোনা যাচ্ছে, এই সিরিজের ফোনগুলিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 


OnePlus Smartphones


নতুন বছরে ওয়ানপ্লাস তাদের আর একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3) লঞ্চের পরিকল্পনা করছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এখনও এই ফোন লঞ্চের প্রসঙ্গে কিছু জানায়নি। আঞ্চলিক ভাবে কোনও ঘোষণাও করা হয়নি স্মার্টফোন কোম্পানির তরফে। তবে শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন ভারতে চলতি বছরই লঞ্চ হতে পারে। সম্ভবত জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন। সূত্রের খবর, ভারতে এই ফোন নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। এমনকি এই ফোনের কোডনাম 'Larry- ও দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের তুলনায় অনেক বেশি আধুনিক ও উন্নত ফিচার নিয়ে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন। 


আরও পড়ুন- শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা, থাকতে পারে উন্নত মানের আধুনিক ক্যামেরা সেনসর