Samsung Galaxy A Series: স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এ সিরিজের (Samsung Galaxy A Series) ফোন নিয়ে নতুন করে কাজকর্ম শুরু করেছে। এবছরের শুরুর দিকেই লঞ্চ করেছে গ্যালাক্সি এ১৪ ফোন। এবার শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি 'এ' সিরিজের আরও দুটো ফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) - এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। চলতি বছরের প্রথম ভাগেই এই দুই ফোন লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোনের নাম দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও একাধিক তথ্য এর মধ্যে প্রকাশ্যে এসেছে। এবার শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন লঞ্চ হতে পারে ১৫ মার্চ। তবে স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। 

Continues below advertisement

প্রসেসর- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র‍্যাম। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে থাকতে পারে সংস্থার নিজস্ব চিপসেট Exynos 1380। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। তার সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ থাকারও সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনের অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। 

ক্যামেরা ফিচার- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪- এই দুই ৫জি ফোনে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের মতো ক্যামেরা মডিউল ডিজাইন থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলের লম্বালম্বি সাজানো থাকবে বিভিন্ন ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এই দুই ভ্যারিয়েন্টে। 

Continues below advertisement

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord CE 3 Lite 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, দ্রুত এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস সংস্থার ভারতীয় ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে, ওয়ানপ্লাসের এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে।