Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোনের দাম কমেছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G), এই দুই ফোন অনেকটা কম দামে এখন কিনতে পারবেন আগ্রহীরা। স্যামসাং সংস্থা ক্রেতাদের ৩৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কিংবা ডেবিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা আরও ২০০০ টাকা ছাড় পাবেন। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ৫জি ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ৫জি ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটও দেখা যাবে এই দুই ফোনে।
দেখে নেওয়া যাক, বর্তমানে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনের দাম কমে কত হয়েছে এবং লঞ্চের সময় কত ছিল
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন এখন কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম ধার্য হয়েছে। এখানে যুক্ত রয়েছে ১৫০০ টাকা ব্যাঙ্ক অফার এবং ৩৫০০ টাকা সংস্থার দেওয়া ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোন লঞ্চ হয়েছিল ৩০,৯৯৯ টাকায়। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এখন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন কমে হয়েছে ৩৩,৪৯৯ টাকা। এর আসল দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। এখানেও ৩৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ২০০০ টাকা ব্যাঙ্ক অফার (অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে) যুক্ত হয়েছে। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল এখন কেনা যাবে ৩৫,৪৯৯ টাকায়।
কোন কোন রঙে কেনা যাবে এই দুই ফোন, কোথায় পাবেন ছাড়
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন কেনা যাবে Awesome Lime, Awesome Graphite, Awesome Violet, Awesome Silver- এই চারটি রঙে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন কেনা যাবে Awesome Lime, Awesome Graphite, Awesome Violet, Awesome White- এই চারটি রঙে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট, দেশের বিভিন্ন রিটেল স্টোর ও অন্যান্য অনলাইন ওয়েবসাইট থেকে এই দুই ফোন অফারে কেনা যাবে।
আরও পড়ুন- আইকিউওও নিও সিরিজের নতুন ফোন আসছে ভারতে, কবে কোন মডেল লঞ্চ হবে?