Samsung Galaxy Smartphone: নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ফোন। এর আগেও তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। এর আগে আনুষ্ঠানিক লঞ্চের সময় Awesome Lime, Awesome Graphite, Awesome Violet- এই তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার এসেছে Awesome White - এই রঙে। দেখে নেওয়া যাক ভারতে এই ফোনের দাম কত এবং কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টের মডেলই পাওয়া যাচ্ছে Awesome White রঙে। 


কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1 - এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও ডলবি টেকনোলজি যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এই ফোনের ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং একবার চার্জ দিলে দু'দিন পর্যন্ত চালু থাকবে এই ফোন। 


নোকিয়ার নতুন ৫জি ফোন আসছে ভারতে


নতুন ৫জি ফোনের নাম এবং লঞ্চের দিন ঘোষণা করেছে নোকিয়া কর্তৃপক্ষ। আগামী ১১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া জি৪২ ৫জি ফোন। এবছর জুন মাসে নির্দিষ্ট কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভারতে এই ফোন লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে। নোকিয়া যে ভারতে নতুন ৫জি (Nokia 5G Phone) ফোন লঞ্চ করতে চলেছে সেকথা আগেই জানা গিয়েছিল। এক্স মাধ্যমে একথা জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা