Samsung Galaxy A Series: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন সম্ভবত মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুর দিকে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে মার্চ মাসের মাঝামাঝি সম্ভবত ১৫ মার্চ লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। আর ভারতে লঞ্চ হতে পারে মাসের শেষের দিকে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গিয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে  


শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে পারে লাইম গ্রিন, পার্পল এবং কালো রঙে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে সাদা রঙের শেডে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে একটি Gradient Hue রঙের শেডে। দুটো ফোনের থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে থাকতে পারে ফ্ল্যাট ডিজাইন। 


স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ও গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে। সেখানে ফুল এইচডি রেজোলিউশন থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। একটি Samsung Exynos 1380 octa-core প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। 


গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে একটি MediaTek MT6877V octa-core প্রসেসর। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের টার্সিয়ারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 


Nothing Ear 2: নাথিং (Nothing) সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইয়ারফোন। নাথিং ইয়ার ১ (Nothing Ear 1) আগেই লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ইয়ার ২ (Nothing Ear 2)। জানা গিয়েছে, এই নতুন ইয়ারফোন একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, নাথিং ফোন ২ লঞ্চ হতে পারে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। জানা গিয়েছে, নাথিং ইয়ার ২ লঞ্চ হতে চলেছে আগামী ২২ মার্চ। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ২০২১ সালে। এরপর লঞ্চ হয়েছিল নাথিং ইয়ার স্টিক। নাথিং ইয়ার ২ আপাতত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। নাথিং সংস্থাও তাদের নতুন ইয়ারবাডস লঞ্চের দিনক্ষণ ছাড়া আর কিছু তথ্য এখনও প্রকাশ্যে আনেনি। 


আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে নাথিংয়ের নতুন ইয়ারবাডস, নাথিং ইয়ার ২- এর দাম কত?