Samsung Galaxy Book 4: স্যামসাং গ্যালাক্সি বুক ৪ (Samsung Galaxy Book 4) লঞ্চ হয়েছে ভারতে। এর আগে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি বুক ৪ প্রো, গ্যালাক্সি বুক ৪ ৩৬০ এবং গ্যালাক্সি বুক ৪ প্রো ৩৬০- এই তিনটি ল্যাপটপ। এবার সেই দলেই যুক্ত হল স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ। সম্প্রতিই দেশে লঞ্চ হয়েছে এই ডিভাইস। আগের অন্যান্য মডেলের মতো স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy Laptop) এই নতুন ল্যাপটপেও রয়েছে Intel Core Ultra প্রসেসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ডিভাইসে রয়েছে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচার। ভিডিও এডিটিং কিংবা ফটো রিমাস্টারিং করার ক্ষেত্রে এইসব এআই ফিচার সাহায্য করবে। ভারতে দুটো রঙে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি বুক ৪। আলাদা সিপিইউ এবং র্যাম ভ্যারিয়েন্ট থাকতে চলেছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপের দাম
স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটে গ্যালাক্সি বুক ৪- এর দাম ৭০,৯৯০ টাকা ধার্য হয়েছে যেখানে ল্যাপটপ Intel Core 5 CPU এবং ৮ জিবি র্যাম যুক্ত। অন্যদিকে একই প্রসেসর কিন্তু ১৬ জিবি র্যাম সমেত এই ল্যাপটপের দাম ৭৫,৯৯০ টাকা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি বুক ৪ পাওয়া যাবে Intel Core 7 প্রসেসর সমেত। সেক্ষেত্রে থাকবে ১৬ জিবি র্যাম। এর দাম ৮৫,৯৯০ টাকা। ধূসর এবং রুপোলি রঙে স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ। আপাতত স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন প্রথম সারির অনলাইন স্টোর এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ কেনা যাবে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতারা এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্যাশব্যাক অফার পাবেন। প্রায় ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অথবা ক্রেতারা পেতে পারেন একটি আপগ্রেড বোনাস, যেখানে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পড়ুয়ারা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ কেনার ক্ষেত্রে। এছাড়াও ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা।
স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত এলইডি অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন রয়েছে। এই ল্যাপটপে রয়েছে ntel Core 7 processor 150U CPU, ১৬ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত NVMe SSD স্টোরেজ। এই ল্যাপটপের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। Windows 11 Home প্রি-ইনস্টল রয়েছে এই ল্যাপটপে।
আরও পড়ুন- ২০০০ টাকার কমে ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, রয়েছে নজরকাড়া বড় ডিসপ্লে, একগুচ্ছ হেলথ ফিচার