Smartwatch: বড় স্ক্রিন (Big Display) সমেত স্মার্টওয়াচ (Smartwatch) কিনতে চান? তাহলে কিনতে পারেন আইটেল (Itel Icon 3) সংস্থার নতুন স্মার্টওয়াচ। অন্যান্য সংস্থার স্মার্টওয়াচের তুলনায় আইটেল কোম্পানির এই স্মার্টওয়াচের স্ক্রিন সাইজ অনেকটাই বড়। ভারতে সম্প্রতি আইটেল সংস্থা লঞ্চ করেছে তাদের আইকন ৩ স্মার্টওয়াচ। ২.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ডিভাইসে। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ফিচার। আইটেল সংস্থার আইকন ৩ স্মার্টওয়ায়চের দামও ২০০০ টাকার কম।
কোথা থেকে কত দামে আইটেল আইকন ৩ স্মার্টওয়াচ কিনতে পারবেন, দেখে নিন
যদি প্রি-বুকিং করা থাকে তাহলে ১৫৯৯ টাকার পেয়ে যাবেন এই স্মার্টওয়াচ। এছাড়া কেনা যাবে ১৬৯৯ টাকায়। আইটেল সংস্থার এই স্মার্টওয়াচের প্রি-বুকিং চলবে ২৪ মার্চ থেকে ২৯ মার্চ দুপুর ১২টা পর্যন্ত। শুধুমাত্র এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে আইটেল আইকন ৩ স্মার্টওয়াচ কেনা যাবে। প্রথম যে ৫০০ গ্রাহক এই স্মার্টওয়াচের জন্য প্রি-বুকিং করবেন তাঁরা ফ্ল্যাট ১০০ টাকা ছাড় পাবেন।
আইটেল আইকন ৩ স্মার্টওয়াচের বিভিন্ন ফিচারগুলি দেখে নিন
- স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে একটি AMOLED ডিসপ্লে। স্মার্টওয়াচের স্ট্র্যাপ তৈরি হয়েছে টেকসই সিলিকন উপকরণ দিয়ে। এর সাইজ ২২ মিলিমিটার। ইউজারদের ব্যবহার করতে সুবিধা হবে, আরামদায়ক হবে এবং অনেকদিন টিকবে এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ, এমনটাই দাবি সংস্থা।
- হাল্কা ওজনের এই স্মার্টওয়াচের স্ক্রিন তীব্র সূর্যালোকেও দেখা যাবে। ভালভাবেই ডিসপ্লের মধ্যে থাকা জিনিস দেখতে পাবেন ইউজাররা।
- আইটেল আইকন ৩ স্মার্টওয়াচে রয়েছে ৩১০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে স্মার্টওয়াচ।
- এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট। তার ফলে উপযুক্ত ডিভাইসের সঙ্গে সাবলীল ভাবে সংযুক্ত করা যাবে আইটেল আইকন ৩ স্মার্টওয়াচ। এই ডিভাইসের ওজন ৫১.২ গ্রাম।
- ডার্ক ক্রোম, শাইনি গোল্ড এবং মিডনাইট ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে আইটেল আইকন ৩ স্মার্টওয়াচ। Android 6.0+ এবং iOS 12.0+ - এই দুইয়ের সাপোর্ট যুক্ত ডিভাইসের সঙ্গে অনায়াসে সংযুক্ত করা সম্ভব আইটেল সংস্থার নতুন স্মার্টওয়াচ।
- ১০০-র বেশি স্পোর্টস মোড এবং ১৫০-র বেশি কাস্টোমাইজেবল ওয়েচ ফেস পাওয়ার সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজারের ফিটনেস এবং স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ের উপর নজর রাখা যাবে এই স্মার্টওয়াচের মাধ্যমে।
আরও পড়ুন- নতুন র্যাম-স্টোরেজ নিয়ে ভারতে হাজির ওয়ানপ্লাস ১২আর, দাম কত?