Samsung Galaxy F04: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) নতুন বছরে ভারতে লঞ্চ করতে চলেছে একটি নতুন ফোন। শোনা গিয়েছে, এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ফোন (Samsung Galaxy F04)। ২০২৩ সালে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। ফোনের যে সম্ভাব্য ডিজাইন, ছবি ফাঁস হয়েছে সেখানে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের ব্যাক প্যানেলে দুটো বড় ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং কর্তৃপক্ষ তাদের এই ফোন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে শোনা গিয়েছে, নতুন বছরের শুরুর দিকে সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনে কেনা যাবে। দাম হবে ৮০০০ টাকার মধ্যে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই ফোনের rebadged হিসেবে লঞ্চ হতে পারে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ৭৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৮ জিবি র‍্যাম। পার্পল এবং গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। 


Poco C50: পোকো সি৫০ (Poco C50) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়ি এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই ফোন কবে ভারতের বাজারে আসছে তার নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। অর্থাৎ পোকো (Poco Mobiles) সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই ৩ জানুয়ারি পোকো সি৫০ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আবার এই ফোন দেখা গিয়েছে Google Play Console ওয়েবসাইটেও। সেখানে এই ফোনের মডেল নম্বর 220733SPI বলা হয়েছে। এছাড়াও এই ফোনের কোডনাম 'snow'। রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫০ লঞ্চ হতে পারে এবং পোকো 'সি' সিরিজের নতুন ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি এ১+ ফোন। এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৯৯৯ টাকা। বলা হচ্ছে, যদি রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সানই পোকো সি৫০ ফোন হয়, তাহলে দুই ফোনের ফিচার ও স্পেসিফিকেশনে মিল থাকবে। 


আরও পড়ুন- বন্ধ হল আইপড, অবসর মাইক্রোসফট এক্সপ্লোরারের- টেকদুনিয়ায় বন্ধ হল কী কী?