Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) ফোন বর্তমানে একাধিক ছাড় সমেত পাওয়া যাচ্ছে এতদিনের মধ্যে সবচেয়ে কম দামে। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung Galaxy F Series) এই মডেলের দাম ফ্লিপকার্টের ইয়ার এন্ডিং সেলে কমে হয়েছে ১১,৪৯০ টাকা। এরপরেও থাকছে বেশ কিছু ব্যাঙ্ক অফার। তার ফলে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের দাম আরও কমবে। সমস্ত ছাড় যোগ করলে বলাই যায় ১০ হাজার টাকার কম দামে এটি এখন ভারতের বাজারে অন্যতম ভাল ৫জি ফোন।
একনজরে দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের বিভিন্ন ছাড়
ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ১২,৯৯০ টাকা। তার থেকে কমে এখন ফোনের দাম ফ্লিপকার্টে হয়েছে ১১,৪৯০ টাকা। অর্থাৎ ১৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এরপরেও ১০ শতাংশ ছাড় রয়েছে কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে। যদি ব্যাঙ্ক অফার নাও পান, তাহলেও স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন কেনা লাভজনক। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১২,৯৯০ টাকা। সেটা মডেলেরই দাম এখন কমেছে। এছাড়াও আর একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় ছিল ১৪,৯৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩ এবং OneUI 5 out-of-the-box এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর Exynos 1330 চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম। এর সঙ্গে ৬ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধাও রয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সাহায্যে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
পোকো সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে
পোকো সি৬৫ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নভেম্বর মাসে। এবার সেই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১৫ ডিসেম্বর পোকো সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়ার তরফে একথা জানানো হয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে পোকো সি৬৫ ফোন কেনা যাবে। পার্পল কালার অর্থাৎ বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।