Lava Yuva 3 Pro 4G: ভারতে ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। আর ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশীয় সংস্থার স্মার্টফোন। আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় কোম্পানি লাভা-র (Lava Smartphones) একটি ফোন লঞ্চ হবে। এবার লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G মডেল। এবছর ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম প্রকাশ্যে এসেছিল এই ফোন। এখানে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। সোনালি রঙে লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G ফোন। মডেলের রেয়ার প্যানেলের রয়েছে দুটো আলাদা গোলাকার ক্যামেরা ইউনিট। এই দুই ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে একটি আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে। সেই ক্যামেরা সেটআপ সজ্জিত থাকবে ফোনের ব্যাক প্যানেলের উপরে বাঁদিকের কোণে। এখানে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। Lava Yuva 3 Pro 4G ফোনের ভলিউম রকার এবং পাওয়ার বাটন সেট করা থাকবে ফোনের ডানদিকের সাইডের অংশে। আর স্পিকার গ্রিল দেখা যাবে ফোনের নীচের অংশে। লাভা সংস্থা এক্স মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেছে সেখানেই দেখা গিয়েছে এই ফোনের ডিজাইন, রঙ।
টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, সোনালি, সবুজ এবং বেগুনি রঙে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। Lava Yuva 3 Pro 4G ফোনের দাম ১০,৯৯৯ (লঞ্চের সময় বেস মডেল) টাকা হতে পারে। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকার কথা রয়েছে। একটি Unisoc T606 চিপসেট থাকতে পারে লাভা সংস্থার আসন্ন ফোনে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। র্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো যাবে ভার্চুয়াল হিসেবে। এছাড়াও Lava Yuva 3 Pro 4G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট।
লাভা সংস্থার আসন্ন ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। Lava Yuva 3 Pro 4G ফোনে একটি ৫০০০ এমএএইচ বায়টারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে।