সন্দীপ সরকার, প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে এবার সিবিআইয়ের দ্বারস্থ হল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি জানান, হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশের তরফে তাঁদের একজন হোম গার্ড ও একজন সিভিক ভলান্টিয়ার দেওয়া হলেও, আতঙ্ক কাটছে না। সোমবার অভিজিৎ সরকার খুনের মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে। এর আগে একাধিকবার নিহত বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশে অভিজিতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। 


এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবার। নিরাপত্তা চেয়ে সিবিআইয়ের দ্বারস্থ হলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। ২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় অভিজিৎকে। 


হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুঠপাটসহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।


পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিশ্বজিৎ। এর পরই ২৭ ফেব্রুয়ারি পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, নিরাপত্তার জন্য পুলিশকে ২ কনস্টেবল মোতায়েনের জন্য আদালত নির্দেশ দিলেও একজন হোম গার্ড ও একজন সিভিক ভলান্টিয়ার দেওয়া হয়েছে। 


 নিহত বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারের দাদা বলছেন, প্রভাবশালীরা জড়িত রাজ্য সরকার ভয় পাচ্ছে। কনস্টেবল না দিয়ে হোমগার্ড সিভিক দিয়েছে।সাক্ষ্য দিতে হবে। আমরা আতঙ্কে রয়েছি


এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দ্বারস্থ হন অভিজিতের দাদা বিশ্বজিৎ। সিবিআই সূত্রে খবর, বিশ্বজিৎ সরকারের অভিযোগ তারা পেয়েছে। আদালত বিষয়টি জানতে চাইলে, রিপোর্ট দেওয়া হবে। 


কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother) হাইকোর্টের (High Court) নির্দেশে পুলিশ পাহারায় এদিন অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা (Sealdah Court) আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যায়।


আদালতে যাওয়ার পথে অসুস্থ অভিজিৎ সরকারের মা


কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। আর আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময়েই অসুস্থ হয়ে পড়েন নিহত ওই বিজেপি কর্মীর মা।


২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, এদিন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই।