Samsung Smartphone: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) ফোন। এই মডেলে সংস্থার নিজস্ব Exynos চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের এই ফোনে তিনটি রঙ এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। ৩০ মার্চ থেকে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের বিক্রি শুরু হবে দেশে। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯০ টাকা। অন্যদিকে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯০ টাকা। ফ্লিপকার্ট, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি নির্দিষ্ট কিছু দোকানে এই ফোন পাওয়া যাবে। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩ এবং OneUI 5 out-of-the-box এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর Exynos 1330 চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম। এর সঙ্গে ৬ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধাও রয়েছে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সাহায্যে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


Redmi Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজের (Redmi Note 12 Series) ভ্যানিলা মডেলের ৪জি ভার্সান। অর্থাৎ লঞ্চ হবে রেডমি নোট ১২ ৪জি (Redmi Note 12 4G)। আগামী ৩০ মার্চ এই ফোন ভারতে লঞ্চ হবে। এর সঙ্গে একই দিনে দেশে লঞ্চ হতে চলেছে রেডমি ১২সি (Redmi 12C)। জানা গিয়েছে, রেডমি ১২সি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর আগে এই ফোন চিন এবং ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। ভারতে রেডমি ১২সি ফোনের দাম হবে ১০ হাজার টাকার মধ্যেই। 


Moto G32: গতবছর ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ (Moto G32) ফোন। ২০২২ সালের অগস্ট মাসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ ফোন। এবার নতুন একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। নতুন করে মোটো জি৩২ ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে। মোটো জি৩২ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। Satin Silver এবং Mineral Grey- এই দুই রঙে পাওয়া যাবে মোটো জি৩২ ফোনের নতুন ভ্যারিয়েন্ট।


আরও পড়ুন- চলতি মাসের শেষে একইদিনে ভারতে লঞ্চ হবে দুটি রেডমি ফোন, কোন কোন মডেল আসছে?