নয়াদিল্লি: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। আইপিএল মানেই ক্রিকেট ও মনোরঞ্জনের অভূতপূর্ব সংমিশ্রণ। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো বলিউড তারকার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধারও বটে। এ বছরেই আইপিএলে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে যে মায়ানগরীর একাধিক তারকা উপস্থিত থাকবেন, তেমনটা আশা করাই যায়। মায়ানগরীর পরিচত মুখদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতেও দেখা যাবে।


বছর চারেক পর


২০১৯ সালের থেকে করোনার কারণে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এই বছর আবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলেই খবর। শোনা যাচ্ছে এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia), রশ্মিকা মান্দান্নারা (Rashmika Mandanna) মতো বলিউড অভিনেত্রীরা। এই তারকারা পারফর্ম করলে, দর্শকরা যে তা উপভোগ করবেন, সেটা বলাই বাহুল্য।


অস্ত্রোপ্রচার নয়


ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, অস্ত্রোপচার জরুরি। এমনকী, বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) মেডিক্যাল টিমও জানিয়ে দিয়েছে, অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত। কিন্তু বোর্ডের পরামর্শ না-ও মানতে পারেন শ্রেয়স আইয়ার। মাঠে নামতে মরিয়া মুম্বইয়ের তারকা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।


যে খবর শুনলে কলকাতা নাইট রাইডার্স শিবির উৎফুল্ল হতে পারে। কারণ, আইপিএলের আগে শ্রেয়সকে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় রয়েছে কেকেআর। বুধ ও বৃহস্পতি, দুদিন ইডেন গার্ডেন্সে অনুশীলনের পর শুক্রবার ক্রিকেটারদের নেট সেশন থেকে বিশ্রাম দিয়েছিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। পরিবর্তে জিম সেশন রাখা হয়েছিল টিম হোটেলেই। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শ্রেয়সকে নিয়ে চর্চা চলছে জোরকদমে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শ্রেয়সের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কেকেআর শিবিরও মুখে কুলুপ এঁটেছে। তবে শোনা গেল, শনিবার অধিনায়ককে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


যদিও সব অঙ্ক ঘেঁটে দিয়ে শ্রেয়স আইপিএলে মাঠে নেমে পড়তে পারেন। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, বোর্ড বা এনসিএ থেকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও শ্রেয়স এখনই সেই রাস্তায় হাঁটছেন না। কারণ, পিঠের অস্ত্রোপচার করালে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়সকে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো থাকবেন না শ্রেয়স। আর আইপিএল ও বিশ্বকাপ খেলতে মরিয়া শ্রেয়স বিকল্প চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারেন বলে খবর।


আরও পড়ুন: পৌঁছে গেলেন উমেশ-শার্দুল, স্থানীয় ক্রিকেটের জন্য বাংলা বনাম কেকেআর প্রস্তুতি ম্যাচ বাতিল