Samsung Smartphone: স্যামসাং কোম্পানি ভারতে তাদের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, এবার গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) ফোন লঞ্চের চেষ্টায় রয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন (Samsung Galaxy F14)। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। এমনকি ভারতে গ্যালাক্সি এফ১৪ ফোনের লঞ্চ প্রসঙ্গেও কিছু ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনে ৫জি সাপোর্ট থাকবে। চলতি বছর ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে গ্যালাক্সি এফ১৪ ফোন।
নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। এছাড়াও কী কী ফোন লঞ্চ হতে পারে দেখে নিন একনজরে।
Tecno Smartphone: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম Tecno Phantom X2। এই ৫জি ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে Tecno Phantom X2 ৫জি ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ২৬,৯৯৯ টাকা। তবে Tecno কোম্পানি আনুষ্ঠানিক ভাবে তাদের আসন্ন ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য ঘোষণা করেননি। জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Tecno Phantom X2 ৫জি ফোন। ২ জানুয়ারি থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে Android 12-based HiOS 12- এর সাহায্যে। এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
Redmi Note 12 Series: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) মডেল। আগামী ৫ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 'প্রো প্লাস' ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি নোট ১২ সিরিজের তিনটে ফোনেই থাকবে ৫জি সাপোর্ট।
আরও পড়ুন- বছরের সেরা ৫টি স্মার্টওয়াচ, দাম ৫০০০ টাকার কম, তাক লাগাবে ফিচার