Samsung Galaxy Smartphones: ভারতে নতুন স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung Galaxy F Series) নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) ফোন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। স্যামসাং সংস্থা কিছু ঘোষণা করেনি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে গত মাসে। এছাড়াও স্যামসাং ইন্ডিয়ার (Samsung India) অফিশিয়াল পেজে এই ফোনের সাপোর্ট পেজ (Support Page) লাইভ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এর ফলেই অনুমান যে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। শোনা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6- এর সাহায্যে। 


91Mobiles সূত্রে জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে কালো, মিন্ট এবং পার্পল- এই তিনটি রঙে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে তিনটি ক্যামেরা সেনসর। গোলাকার মডিউলের মধ্যে সেট করা থাকবে বিভিন্ন ক্যামেরা সেনসর। এর সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের রেয়ার প্যানেলের নীচের দিকে থাকবে ব্র্যান্ডের নাম। ইদানীং কালে স্যামসাং গ্যালাক্সি ফোনগুলিতে যেরকম রেয়ার ক্যামেরা মডিউল সেটআপ থাকছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে তেমনই থাকতে চলেছে। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন। এই ডিভাইসে ৪ জিবি র‍্যাম থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। 


ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই২০০ই ফোন, দাম কত হতে পারে


ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার ওয়াই সিরিজের একটি ফোন। এবার ভিভো ওয়াই২০০ই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি ভিভো সংস্থা। তবে ভিভো ওয়াই২০০ই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন এই ফোনে থাকতে চলেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন, ভারতে ভিভো ওয়াই২০০ই ফোনের দাম ২০ হাজার টাকার কম হবে।