নয়া দিল্লি : স্মার্টফোনের বাজারে এমনিতেই আলাদা একটা জায়গা আছে স্যামসাঙের। তার উপর এবছর একের পর এক ফোন লঞ্চ করে বাজারে মাত দিচ্ছে এই সংস্থা। এবার আসছে আরও একটি নতুন ফোন। নতুন ফোন Galaxy F22।
ইতিমধ্যেই ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের তালিকায় চলে এসেছে এই ফোন। খবর অনুযায়ী, আগামী ৬ জুলাই ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে Samsung Galaxy F22 । ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা। এছাড়া ৬০০০ এমএএইচের ব্যাটারি ব্যাকআপ।
স্পেসিফিকেশন
কেমন হবে এই ফোনের স্পেসিফিকেশন ? গুগল প্লে কনসোল থেকে যে স্পেসিফিকেশন মিলেছে সেই অনুযায়ী, Samsung Galaxy F22 স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটি অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কাজ করবে। এছাড়া স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। RAM থাকছে ৬ জিবি-র ও ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবির।
থাকতে পারে কোয়াড-ক্যামেরা সেটআপ
Samsung Galaxy F22-র ক্ষেত্রে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সলের। সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে ২ মেগাপিক্সল ডেপ্থ সেন্সরের। আল্ট্রা ওয়াইড সেন্সর ৮ মেগাপিক্সল ও ২ মেগাপিক্সলের।
ব্যাটারি ও দাম
ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ভাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াইফাই, ব্লু টুথ, জিপিএস ও ইউএসবি-র মতো সংযোগ মিলবে। দাম পড়তে পারে ১৫ হাজার টাকা।
উল্লেখ্য, জুলাইয়ে ভারতের বাজারে আসছে আরও অন্যান্য ফোন। এখানে শীঘ্রই মুক্তি পেতে চলেছে Oppo Reno 6। এর পাশাপাশি আসছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন। আগামী ১৪ জুলাই থেকে এই দুটি চিনা ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতীয় বাজারে। এগুলি অনলাইনে বিক্রির জন্য সম্প্রতি মাইক্রোসাইট তৈরি করেছে ফ্লিপকার্ট। Oppo Reno 6-এর দাম রাখা হতে পারে ৩০ হাজার টাকা। ভারতের বাজারে Oppo Reno 6 Pro 5G-র প্রতিযোগিতা Realme X7 Max 5G-র সঙ্গে।