Samsung Smartphone: অগস্ট মাসে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই মাসের প্রথম দিনে চারটি ফোন লঞ্চ হয়ে গিয়েছে। এবার জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতু গ্যালাক্সি ফোন। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অগস্ট। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি (Samsung Galaxy F34 5G) ফোন। শোনা যাচ্ছে, এই ৫জি ফোনের দাম ১৬ হাজার টাকার আশপাশে হতে পারে। Electric Black এবং Mystic Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি মডেল।
স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে
- এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি Super AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে বলে জানা গিয়েছে। এর উপরে থাকবে Corning Gorilla Glass 5 প্রোটেকশন যাতে ফোন হাত থেকে পরে গেলেও সহজে না ভেঙে যায়।
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5.1.1 out-of-the-box এর সাহায্যে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন পরিচালিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
- এই ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত) থাকার সম্ভাবনা রয়েছে।
- স্যামসাংয়ের আসন্ন ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে বলে জানিয়েছে সংস্থা। চার্জিং সাপোর্ট প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।
ভারতে পোকো কোম্পানির একটি নতুন ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে
পোকো এম৬ প্রো ৫জি- পোকো সংস্থার ফোন ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি ভারতে প্রথম ইয়ারবাডসও লঞ্চ করেছে এই কোম্পানি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি ৫জি ফোনও এ দেশে লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। এবার লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি মডেল। শোনা যাচ্ছে, পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে এই নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু প্রধান সম্প্রতি ট্যুইট করে এই ফোনের ভারতে আগমন সম্পর্কে ঘোষণা করেছেন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কার্ভড প্যানেল, আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল, ডুয়াল টোন- এইসব ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোনে।
আরও পড়ুন- ভারতে ব্যবসা বাড়াচ্ছে ওপ্পো, আবার লঞ্চ হল 'এ' সিরিজের ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?