Samsung Galaxy M14 5G: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফোন (New Samsung Galaxy Phone)। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) ফোন। ইউক্রেনে গত মাসে অর্থাৎ মার্চে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার আসতে চলেছে ভারতের বাজারে। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে থাকতে চলেছে একটি Exynos 1330 প্রসেসর। এছাড়াও থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা শোনা গিয়েছে। একবার চার্জ দিলে দু'দিন পর্যন্ত নাগাড়ে ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে স্যামসাং কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আগামী ১৭ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। শোনা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনের দাম ভারতে হতে পারে ১৩ হাজার টাকার আশপাশে।


স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি 5nm Exynos 1330 SoC। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে রয়েছে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ফোনে দু'দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

  • যদি ইউক্রেনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকে তাহলে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। 

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI out of the box- এর সাহায্যে। ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে এই ফোনে। 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেনসর থাকবে। 


Foldable Smartphone: ভারতে নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করেছে টেকনো সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড (Tecno Phantom V Fold)। নয়ডায় টেকনো সংস্থার কারখানায় এই ফোন তৈরি হয়েছে। এই প্রথম ভারতে কোনও ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছে যেখানে মিডিয়াটেকের ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর রয়েছে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। 


আরও পড়ূন- কৃষিতে নয়া প্রযুক্তির ছোঁয়া, চাষিদের সুবিধায় হাজির KissanGPT, ফোনেই মিলবে খুঁটিনাটি তথ্য