Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন অবশেষে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। Meteor Blue এবং Stardust Silver- এই দুই রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 


স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Plus ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1 OS- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।

  • স্যামসাংয়ের এই ফোনে একটি ইন-হাউস অক্টা-কোর 5nm Exynos 1380 প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে।

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। প্রাইমারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। এছাড়াও ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.৩, জিপিএস- এইসব ফিচারও রয়েছে। 


Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুন। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন। টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে ৮ জুন থেকে। আর শেষ হবে ১৪ জুলাই। এই সিরিজের ফোনগুলি প্রি-রিজার্ভ করলে ৪৪৯৯ টাকার একটি রিয়েলমি ওয়াচ ২ প্রো ইউজাররা পাবেন। এছাড়াও থাকছে বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। ৮ জুন দুপুর ১২টায় রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হবে। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড