Samsung Galaxy F55 5G: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন (Samsung Galaxy F55 5G)। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (South Korean Tech Giant Samsung) জানিয়েছে ভারতে তাদের নতুন গ্যালাক্সি ফোন (Samsung Galaxy Smartphone) লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart India) থেকে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের ওয়েবসাইটের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের ডিজাইন এবং কী কী রঙে ফোন লঞ্চ হবে তা জানা গিয়েছে। অন্তত দুটো রঙে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে ভেগান লেদার ফিনিশ (Vegan Leather Finish)।


শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ফোনের (Samsung Galaxy C55) রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন। ফলে এই দুই ফোনের মধ্যে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ (Tripe Rear Camera Unit) থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ৫জি ফোন (Samsung Galaxy F Series 5G Phone) ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। অ্যাপ্রিকট ক্রাশ এবং রেইজিন ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে এখনও পর্যন্ত, দেখে নিন একনজরে 



  • এই ফোন চলতি বছরের জন্য স্লিমেস্ট এবং লাইটেস্ট ভেগান লেদার ফোন হতে চলেছে। মে মাসের প্রথম দিকেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে একটি গোলাকার রিং আকৃতির ক্যামেরা মডিউল থাকবে। সেখানেই সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিন ভ্যারিয়েন্টে। এই তিনটি ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৯,৯৯৯ টাকা এবং ৩২,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- ভারতে এল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা ? কীভাবে ব্যবহার করবেন ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।