Samsung Galaxy M07: স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনের নাম দেখা গিয়েছে অ্যামাজন ইন্ডিয়ার লিস্টে। সেখান থেকে লঞ্চের আগেই এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনের ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনে। ৬টি অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনে। 

Continues below advertisement

স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনের দাম (সম্ভাব্য) কত হতে পারে ভারতে 

স্যামসাং গ্যালাক্সি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। কালো রঙে লঞ্চ হতে পারে ফোন। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা ৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এসবিআই কার্ডে ফোন কিনলে ৩২৫ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ইএমআই অপশনও রয়েছে। শুরু হবে ৩৩৯ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারও রয়েছে এই ফোনের দামে। ৬৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।     

Continues below advertisement

স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 

  • স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনে অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকতে পারে। ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। ৬টি মেজর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।         
  • স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে রেয়ার ক্যামেরা মডিউলে। এর সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।           
  • স্যামসাং গ্যালাক্সি এম০৭ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের ওজন ১৮৪ গ্রাম হতে পারে। USB Type-C পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।