Samsung Galaxy Smartphones: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি (Samsung Galaxy M15 5G) এবং গ্যালাক্সি এম৫৫ ৫জি- (Samsung Galaxy M55 5G) এই দুই ফোন। একই দিনে দেশে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series Phone) এই দুই ফোন। এবার শোনা যাচ্ছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ (Samsung Galaxy M35) এবং গ্যালাক্সি এফ৩৫- (Samsung Galaxy F35) এই দুই ফোনের নাম। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে, এই দুই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ (Samsung Galaxy M34) এবং গ্যালাক্সি এফ৩৪- (Samsung Galaxy F34) এই দুই ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে গ্যালাক্সি এম৩৫ এবং গ্যালাক্সি এফ৩৫- এই দুই ফোন। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy Smartphones) এই দুই আসন্ন ফোনের সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেট থাকতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। স্যামসাং কর্তৃপক্ষও তাদের এই দুই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য শেয়ার করেনি।
অন্যদিকে আবার এও শোনা গিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ এবং গ্যালাক্সি এম৩৫- এই দুই ফোন মাঝামাঝি রেঞ্জের ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই দুই ফোনের দাম দেশে কত হতে পারে তার আভাস পাওয়া যায়নি এখনও। বিআইএস- এর সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, সম্ভবত এই দুই ফোনে ডুয়াল সিমের সাপোর্ট থাকতে চলেছে। এছাড়াও থাকতে ৫জি কানেক্টিভিটির সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সির আসন্ন এই দুই ফোনে OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে One UI 6.1- এর সাপোর্ট। এই দুই ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৫ এবং গ্যালাক্সি এফ৩৫- এই দুই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে এই দুই ফোন পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দাম কত? কী কী অফার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।