Realme 12X 5G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন (Realme 12X 5G)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে (Realme 12 Series) ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এছাড়াও এই ফোনে (Realme Smartphones) রয়েছে ডায়নামিক বাটন, এয়ার জেসচার এবং মিনি ক্যাপস্যুল ২.০- এইসব ফিচারের সাপোর্ট। 


ভারতে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কী কী রঙে লঞ্চ হয়েছে, দেখে নেওয়া যাক সবিস্তারে 


রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। তবে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের বিক্রি কবে থেকে শুরু হতে চলেছে সেই প্রসঙ্গে রিয়েলমি সংস্থার তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। রিয়েলমি ১২এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Twilight Purple এবং Woodland Green- এই দুই রঙে। 


রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 



  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি একটি IPS LCD স্ক্রিন যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে পরিচালিত হবে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইউএওসবি টাইপ-সি কানেক্টিভিটি। 

  • এই ফোনে ডুয়াল ৫জি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট রয়েছে। এটি একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। ওজন প্রায় ১৮৮ গ্রাম। 


আরও পড়ুন- বদলে যাবে ভ্লগিংয়ের কায়দা ? কী কী চমক থাকছে গুগল ভ্লগারে ?