Samsung Galaxy S21 FE 5G: আর কোনও জল্পনা রইল না। এবার S20 FE-র মতো Galaxy S21 FE 5G নিয়ে এল Samsung। বিশ্ববাজারে লঞ্চ হয়েছে এই ফোন। শীঘ্রই ভারতের বাজারে এই ফোন নিয়ে আসতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট।
Samsung Galaxy S21 FE 5G Price: বিশ্ববাজারে এই ফোনের দাম শুরু হয়েছে $699 (Rs 52,031) টাকা থেকে। 6GB/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এই দাম রেখেছে কোম্পানি। এ ছাড়াও রয়েছে 8GB/128GB ও 8GB/256GB- স্টোরেজের বিকল্প। মোট চারটি রঙে ফোন এনেছে স্যামসাং। অলিভ, ল্যাভেন্ডার, সাদা ও গ্রাফাইটের রঙে আনা হয়েছে এই নতুন মডেল।
Samsung Galaxy S21 FE 5G: ডিজাইন ও স্পেকস
ফ্ল্যাগশিপ ফোনের ফ্যান এডিশনে ৭.৯ এমএম-এর পুরু বডি দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ক্ষেত্রে একেবারে আগের প্রজন্মের Galaxy S20 FE-কে অনুসরণ করেছে স্যামসাং।
Samsung Galaxy S21 FE 5G: কবে থেকে পাওয়া যাবে ফোন ?
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে Samsung.com-এ পাওয়া যাবে এই ফোন। তবে কবে কোন দেশে এই ফোন পাওয়া যাবে তা নিয়ে এখনও খোলসা করেনি স্যামসাং। সূত্রের খবর, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাঙের এই ফ্যান এডিশন।নতুন ফোনের বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স (মোবাইল এক্সপেরিয়েন্স) টিম রোহ বলেছেন, "স্যামসাংয়ে আমরা আরও বেশি লোকের কাছে লেটেস্ট মোবাইল নিয়ে আসার দিকে মন দিয়েছি। আমরা Galaxy S20 FE ও Galaxy S21 লাইনআপে একটি অবিশ্বাস্য প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। সেই কারণে S21 FE 5G লঞ্চ করলাম।''
Galaxy S21 FE 5G specifications, features: নতুন ফোনে ৬.৪ ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দিয়েছে Samsung। ১২০ হার্টজের রিফ্রেস রেটেরে পাশাপাশি গেমাররা পাবেন ২৪০ হার্টজের টাচ স্যাম্পলিং। চোখে যাতে চাপ না পড়ে তাই দেওয়া হয়েছে 'ব্লু-আই শিল্ড'। ক্যামেরার ক্ষেত্রে ১২ মেগাপিক্সলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ছাড়াও পাবেন ১২
মেগার ডুয়েল পিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগা পিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।তবে ভৌগলিক অবস্থান অনুসারে ফোনের চিপসেট পাবেন ক্রেতারা। সেই অনুযায়ী Qualcomm Snapdragon 888 অথবা Samsung-এর Exynos 2100 চিপসেট পাওয়া যাবে ফোনে।