Samsung Upcoming Phone: আর বেশদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই বাজারে তাদের ফ্ল্যাগশিপ ফোন Galaxy S23 Ultra আনতে চলেছে স্যামসাং। টিপস্টার আইসইউনিভার্সের মতে, ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। বাজারে এলে এই ফোন Motorola Frontier ও Xiaomi 12T Pro এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Samsung Galaxy S23 Ultra: কী বলছে টিপস্টার ?
আইসইউনিভার্স একটি টুইটে বলেছে, মোটোরোলা ফ্রন্টিয়ারে ২০০ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। যা নিজেই তৈরি করেছে স্যামসাং। তাই অনুমান করা হচ্ছে, Samsung Galaxy S23-এ থাকতে পারে সেই সেন্সর। তবে স্যামসাঙের তরফে এই বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।শোনা যাচ্ছে, এই সেন্সরের নাম 200MP Samsung ISOCELL HP1 হতে চলেছে। রিপোর্ট বলছে, শাওমিও তার নতুন ফোন Xiaomi 12T Pro-তে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারে।
Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন
স্যামসাং ছাড়াও মোটোরোলা আনুষ্ঠানিকভাবে তাদের পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। ডিভাইসটির এখনও কোনও নাম দেওয়া হয়নি। গত বছরই কোম্পানির স্মার্টফোনের জন্য দুটি নতুন ক্যামেরা সেন্সর তৈরি করেছিল স্যামসাং। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের GN5 সেন্সর ছিল। অন্যটি ছিল ২০০ মেগাপিক্সেলের সেন্সর। টেক সাইটগুলির মতে, Galaxy S23 সিরিজে কোম্পানি Snapdragon 8 Gen প্রসেসর দিতে পারে।
Samsung Galaxy S23 Ultra: আরও কী ক্যামেরা ফোনে ?
আশা করা হচ্ছে, কোম্পানি এই ফোনটি নভেম্বরে লঞ্চ করতে পারে। এছাড়াও Samsung Galaxy S23 সিরিজের ডিভাইসটিতে একটি ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও থাকতে পারে। এই সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। আশা করা হচ্ছে, Galaxy S22 Ultra-র মতো নতুন S23 সিরিজের ক্যামেরাতেও দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য থাকবে।
আরও পড়ুন : Virus Alert: 'গোপন কথাটি রবে না গোপনে', যদি ফোনে থাকে এই ২০টি অ্যাপ