Samsung Galaxy S23 Ultra: স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Seriees) লঞ্চ হতে চলেছে আগামী বছর। শোনা যাচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই স্মার্টফোন (Smarthone)সিরিজ লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্ল্যাগশিপ সিরিজে থাকতে চলেছে গ্যালাক্সিএস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra) মডেল। সেই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা (200 MP Camera) সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কম আলোয় দুর্দান্ত ছবি তোলার ফিচার থাকবে এই ফোনে, এমনটাই শোনা গিয়েছে। ইতিমধ্যেই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর নিয়ে লঞ্চ হয়েছে শাওমি ১২টি প্রো ফোন। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে সেই ক্যামেরা সেনসরের থেকে অনেক ভাল মানের ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। বলা হচ্ছে, বিশ্বের সেরা ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেনসর নিয়ে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সির এই ফ্ল্যাগশিপ ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফ্ল্যাগশিপ ফোনের অন্যান্য ফিচার


ক্যামেরা ফিচার- এই ফোনের ক্যামেরা সেনসরের সাহায্যে হাই রেজোলিউশনের ছবি তোলা সম্ভব হবে। কম আলোয় ছবি এবং ভিডিও তোলার জন্য থাকছে বিশেষ ফিচার। এই প্রথম স্যামসাংয়ের কোনও ফোনের ক্যামেরা এত আধুনিক ও উন্নত হতে চলেছে। 


ডিজাইন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে একটি ৫০০০ এমএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন  জেন ২ প্রসেসর থাকতে পারে। গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের সঙ্গে অনেক মিল থাকতে চলেছে এই ফোনের। 


স্যামসাং গ্যালাক্সি এস২৩


এই বেস মডেলে থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। সেখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। এর সঙ্গে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ট্র্যাফিক লাইটের মতো ক্যামেরা মডিউল ডিজাইন থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনে। 


আধুনিক চিপসেট


২০২৩ সালে অর্থাৎ আগামী বছর আরও একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকব বলে শোনা গিয়েছে। সেই ফোনটি হল ওয়ানপ্লাস ১১ সিরিজে মডেল। ওয়ানপ্লাস ১১ ও ওয়ানপ্লাস ১১ প্রো- এই দুটো মডেল লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ সিরিজে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


আরও পড়ুন- ভারতে ২০ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনগুলি, রইল তালিকা