Smartphone: নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়, তাহলে এই মুহূর্তে কেনার মতো ভারতের বাজারে কোন কোন ভাল স্মার্টফোন (Smartphone Under 20,000) রয়েছে একনজরে দেখে নিন। নীচের তালিকায় কোন কোন ফোনের কথা বলা হয়েছে একনজরে দেখে নিন।


পোকো এক্স৪ প্রো ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোন পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১১- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ ও ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা ফিচার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।


রেডমি নোট ১১ প্রো- শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রএয়ড ১১ সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট।


ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি- ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনে একটি ৬.৫৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি সেনসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ মোবাইল অপারেটিং সিস্টেমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাসের এই ৫জি ফোনে।


আরও পড়ুন- ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন, দ্রুত শুরু হতে চলেছে প্রি-বুকিং