Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) ফোনে একটি টেলিফটো ক্যামেরা সেনসর (Telephoto Camera) থাকতে পারে আপগ্রেড হওয়া ফিচার সাপোর্ট সমেত। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের টপ-এন্ড মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা। এখানে ৫এক্স অপটিকাল জুম যুক্ত টেলিফটো ক্যামেরা থাকতে পারে। চলতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ লঞ্চ করেছে আইফোন ১৫ সিরিজ। সেখানে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল। এই ফোনে রয়েছে ৫এক্স অপটিকাল জুম যুক্ত টেট্রাপ্রিজম টেলিফটো লেন্স। স্যামসাগ গ্যালাক্সি এস২৪ আলট্রা মডেলে যে আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের মতো ক্যামেরা সেনসর থাকতে পারে সেকথা প্রথম প্রকাশ করেছেন চিনের এক টিপস্টার। 


স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনের অন্যান্য সম্ভাব্য ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন


এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরের সাহায্যে 6120x8160 পিক্সেল রেজোলিউশনের ছবি তোলা সম্ভব হবে। আর যে ছবি তোলা হবে তার ফাইল সাইজ হবে ২০.৭৬ এমবি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ছিল ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা স্মার্টফোন সিরিজ। 


স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট 


এর আগে শোনা গিয়েছে যে, গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে একাধিক এআই ফিচার থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং যে এআই স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে সেকথা আগেই শোনা গিয়েছিল। বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা সংস্থার প্রথম Generative AI ফোন হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে অন ডিভাইস এআই প্রযুক্তি থাকতে পারে যার সাহায্যে ফোনকল চলাকালীন রিয়েল টাইম ট্রান্সলেশন করা সম্ভব হবে। রিয়েল টাইমে ১৪টি ভাষার অনুবাদ করতে পারবে অডিও কল চলাকালীন। আর সব মিলিয়ে ২৫টি ভাষা অনুবাদের ক্ষমতা থাকবে এই এআই প্রযুক্তির। কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া হবে না। 


আরও পড়ুন- টেকনো সংস্থার নতুন 'বাজেট ফোন' আসছে ভারতে, দ্রুত গতিতে কাজ করবে ডিভাইস, থাকবে প্রচুর মেমোরিও